পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দাম বেশি রাখার অভিযোগে ১৩৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
শনিবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়।
এদিন রাজধানীতে অধিদপ্তরের ৪টি দল বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সারাদেশে ৫৭টি দলের অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১১ টিমের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া চট্টগ্রামে ৩টি টিমের অভিযানে ৫, রাজশাহীতে ৭টি টিমের অভিযানে ২১, রংপুরে ৮টি টিমের অভিযানে ২৪, খুলনায় ৯টি টিমের অভিযানে ২১, বরিশালে ৮টি টিমের অভিযানে ২৭, সিলেটে ৫টি টিমের অভিযানে ১০ ও ময়মনসিংহে ৪টি টিমের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া ২ দলের অভিযানে পেঁয়াজের প্রধান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন - পেঁয়াজের ঝাঁজ আবারও বাড়ল, এক রাতেই ডাবল সেঞ্চুরি
প্রসঙ্গত, ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিন মাস বৃদ্ধির খবরে বিরূপ প্রভাব পড়েছে দেশের বাজারে। এতে এক রাতের ব্যবধানে দেশের বাজারে পাইকারিতেই ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭০-৮০ টাকা এবং দেশি পেঁয়াজের কেজিতে বেড়েছে ৮০-১০০ টাকা পর্যন্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC