বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, "হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় তারা সংখ্যালঘু। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা।"
তিনি আরও বলেন করেন, "পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই সংখ্যালঘু নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ-দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।"
আজ রোববার মনোহরপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লা নগরীসহ ১৩১টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে কুমিল্লা-৬ (সদর) নির্বাচনি এলাকার ১৩১টি পূজামণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, এবং পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ণ সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC