ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জীর খোলামেলা পোশাক ঘিরে বিতর্কের সৃষ্টি নতুন নয়। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি বোল্ড লুকের ফটোশুটের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার পরনে ছিল ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা। এমন উন্মুক্তপ্রায় শরীর দেখে তার ওপর ক্ষিপ্ত নেটিজেনরা।
ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, পূজার এই ভিডিও শুট কয়েকমাস আগের। পুরোনো ভিডিও প্রকাশ করে খানিকটা বিপাকেই পড়তে হলো তাকে।
পূজার নতুন ফোটোশুট দেখে এক জন লিখেছেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লিখেছেন, “বিয়ে হয়ে গিয়েছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফোটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।”
যদিও কারও মন্তব্যে কোনও উত্তর দেননি পূজা। এই মুহূর্তে তাঁর নতুন কোনও কাজের কথা জানা যায়নি। তবে রাজা চন্দ পরিচালিত তাঁর একটি বাংলা ছবি মুক্তির অপেক্ষায়। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC