ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভীমপুর থানার কুলগাছির এক বধূ পুজোর নতুন শাড়ি না মেলায় আত্মহত্যার চেষ্টা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই বধূর নাম বনি বিশ্বাস। তিনি নদিয়ার ভীমপুর থানার কুলগাছি গ্রামের বাসিন্দা। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পএিকা।
বনির পরিবার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মহালয়ার আগেই পুজোর জন্য জামাকাপড় কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু আর্থিক কারণে সেটা সম্ভব হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একচোট অশান্তি হয়। শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়িতে রাখা কীটনাশক সবার অলক্ষে খেয়ে নেন বনি। বেশ কিছু ক্ষণ পর তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বাড়ির লোকজন।
প্রথমে ওই বধূকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকদের পরামর্শে শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
বধূর এমন হঠকারিতায় মর্মাহত গোটা পরিবার। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে, পুজোর কেনাকাটার জন্য এমন কিছু করে ফেলতে পারেন বধূ।
নীলিমা বিশ্বাস নামে বনির এক আত্মীয়ার কথায়, ‘‘মেয়েটা ছোট থেকে খুব অভিমানী। পুজো এলেই এটা-ওটার জন্য বায়না করত। কিন্তু নতুন শাড়ি না পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে, এটা ভাবতেই পারছি না।’’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC