
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ পরিষদের পক্ষ থেকে জেলার পলাতক ও অভিযুক্ত চেয়ারম্যান-মেম্বারদের পূর্ণরায় জনপ্রতিনিধিত্বের দায়িত্বে বহাল না রাখতে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের ব রাবর আবেদন করেছেন।
আবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা গন পরিষদের নেতারা উল্লেখ করেন, দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ এবং ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে বিগত স্বৈরাচারী সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পলাতক অবস্থায় রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ১,৪১৬ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বার দায়িত্বহীন ও আত্মগোপনে রয়েছে। যাদের অধিকাংশের বিরুদ্ধে স্বৈরাচারের দোসর হিসেবে দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম, দখলবাজি, দমন-পীড়নসহ নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এর সময় ছাত্র-জনতার ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং সাধারণ মানুষের কণ্ঠরোধে এদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
জনপ্রতিনিধিদের শুন্যতায় জনগণের দুর্ভোগ লাঘবে সরকার ৩৬৩ টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছে এবং বাকি ১,০৫৩ টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেছে। কিন্তু বাস্তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক ইউনিয়নে তা কার্যকর হয়নি বা জটিলতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তথ্যমতে, ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বেশকিছু ইউনিয়নে এসব অপরাধী চেয়ারম্যানদের পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে এবং অনেকে পুনরায় দায়িত্বে বসতে পায়তারা করছে।
এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মনে করছে, পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের পুনরায় দায়িত্বে বসানো দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও জনআস্থার ওপর চরম আঘাত আনবে এবং নতুন করে দুঃশাসনের আশঙ্কা সৃষ্টি করবে।
অতএব, আমাদের গণঅধিকার পরিষদের জোর দাবি, পলাতক ও অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারদের পুনরায় দায়িত্বে ফিরতে না দেওয়া হোক। পাশাপাশি তাদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে প্যানেল চেয়ারম্যান বা স্থানীয় জনসমর্থন সম্পন্ন, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্ব প্রদান করে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
জেলা প্রশাসক মো. দিদারুল আলম জানান, আবেদন পেয়েছি। উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে ব্যবস্থা নেয়া হবে৷