গত ৬ জানুয়ারি পেরুর ট্রুজিলোর নিজ বাড়ি থেকে ২৪ বছর বয়সী থাইনার মরদেহ উদ্ধার করা হয়। নীল সিনেমায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগের কয়েক মাসের মাথায় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পর্ন তারকা থাইনা ফিল্ডসের মরদেহ।
পুলিশ এখনও তার মৃত্যুর কারণ জানতে পারেনি। এই পর্ন তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সহকর্মী ও নির্মাতা আলেজান্দ্রা সুইট।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। থাইনার মৃত্যুতে আমি শোকাহত।’ এদিকে ইনস্টাগ্রামে এক বার্তায় আলেজান্দ্রা সুইট লিখেছেন, বন্ধুরা আপনাদের থাইনা ফিল্ডসের জন্য প্রার্থনা করতে বলব।
এদিকে মৃত্যুর আট মাস আগে এই পর্ন তারকা দাবি করেছিলেন, তিনি প্রাপ্তবয়স্ক সিনেমায় বেশ খারাপভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে থাইনা বলেছিলেন, আমি প্রাপ্তবয়স্ক সিনেমায় কাজ শুরুর পর যৌন হয়রানি এবং অপব্যবহারের শিকার হয়েছি। প্রথমে তারা ভেবেছিলেন আমাকে দিয়ে যা খুশি তাই করতে পারবে। বিষয়গুলো নিয়ে আমি বাড়িতে এসে খুব কাঁদতাম।
অভিনেত্রী আরো বলেন, আমার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্ক সিনেমায় কাজ করা বেশ কঠিন কাজ। যখন কিনা সমাজ আক্ষরিক অর্থে কঠোর হয়।
তিনি যেসব প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন, সেসব প্রতিষ্ঠান এই তারকার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC