বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি আগামীকাল ৫ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলার তরুণ, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা নিজ নিজ এলাকার উপযুক্ত স্থানে একটি বা একাধিক গাছের চারা রোপণ করবেন। সম্পূর্ণ স্বেচ্ছায় এবং নিজ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ফোরামের সদস্য ছাড়াও যে কেউ অংশ নিতে পারবেন।
গাছ রোপণের সময় ও চারা সংগ্রহের মুহূর্তের ছবি ও ভিডিও ফোরামের ফেসবুক পেজে (https://www.facebook.com/
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, “একটি গাছ লাগিয়ে আমরা শুধু অক্সিজেনই পাই না, রক্ষা করি জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে। এই কর্মসূচি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ দিবস ঘিরে শুরু হলেও, বর্ষা মৌসুম জুড়েই আমাদের সদস্যদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।”
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্বাস করে, তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে এবং আগামী দিনে পরিবেশবান্ধব রাষ্ট্র গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC