নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাদকদ্রব্য সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি দিয়েছে নোবিপ্রবির শিক্ষা বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানসুর সিফাত। তানসুর সিফাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীও ছিলেন বলে জানা যায়।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপ এলাকাতে বহিরাগতদের সাথে গাজা সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষার্থীরা দেখতে পায়। তারা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে গাজা সেবনের ব্যাপারে প্রশ্ন করলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।
ভিডিও করলে এক পর্যায়ে গায়ে হাত তুলে ভিডিও বন্ধ করার চেষ্টা করে। গাজা সেবনকারীদের মধ্যে নোবিপ্রবির শিক্ষার্থী তানসুর সিফাতের হাত দেখতে চাইলে তিনি অস্বীকৃতি জানিয়ে সার্চ ওয়ারেন্ট দেখাতে বলেন। এক পর্যায়ে বিভিন্ন হুমকি দিয়ে এলাকার মানুষ জড়ো করার কথা বলেন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, আমরা কয়েকজন মিলে হাটতে বের হয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কয়েকজন গাঁজা খাচ্ছে। এরপর আমরা গিয়ে জিজ্ঞেস করি আপনারা কী করছেন? তারা বলছে তোমাদের কৈফিয়ত দিতে হবে? পরে বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী তানসুর সিফাত বলে "সরকার পতন হয়েছে, তাই বলে যা ইচ্ছা তাই করবেন?"। তখন আমরা প্রক্টরকে কল দিলে তারা আমাদের সাথে চিল্লাচিল্লি এবং হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে প্রক্টর আসলে আমরা ঘটনা বিস্তারিত জানাই।
অভিযুক্ত শিক্ষার্থী তানসুর সিফাতের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC