এপ্রিল ২৯, ২০২৫

মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

নোবিপ্রবিতে বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Rising Cumilla - Newcomer and Farewell Reception of the Bengali Department Held at Nobipravi
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগ েআজ মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এখনই ঠিক করে ফেলো। মেধার স্বাক্ষর রাখার এবং সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করার এখনই উপযুক্ত সময়। তাই শিক্ষার্থীরা যারা যে বিষয়ে আগ্রহী প্রত্যেকে নিজের জায়গায় প্রতিভার স্বাক্ষর রাখবে এটাই প্রত্যাশা। আমরা বিশ্বাস করি যেখানে সমস্যা সেখানেই সম্ভাবনা। আমরা এ সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।

প্রাপ্তিগুলোকে অবশ্যই আমাদের কর্মজীবনে কাজে লাগাতে হবে। আমাদের নানা সীমাবদ্ধতা থাকবে তবে আপনারা যদি পরামর্শ দেন তাহলে আমরা সেই সীমাবদ্ধতাকে জয় করতে পারবো।

এসময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী চাইলে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি  বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু শিখতে পারে। তাই এই প্রতিযোগিতামূলক বাজারে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সমাজকে কিছু দিতে হবে।  বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান বৃদ্ধির জায়গা। তাই এখনই সময়কে কাজে লাগাতে হবে। আমি তোমাদের সার্বিক সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

আরও পড়ুন