দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৪.০০ টার মধ্যে সাংবাদিক নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের পক্ষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মনীর হোসাইন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে নিউজ এডিটর/ চিফ রিপোর্টার/ বার্তা প্রধান/ ব্যুরো প্রধান/ জেলা প্রতিনিধিদের স্বাক্ষরিত আবেদনপত্র রিটার্নিং অফিসার বরাবর (জেলা প্রশাসক, কুমিল্লা) দাখিল করতে হবে।
কতজন সাংবাদিককে এ্যাসাইনমেন্ট দেয়া হলো তাদের নাম, পদবি ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে হালনাগাদ সাংবাদিক পরিচয়পত্র, পিআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি দিতে হবে।
এছাড়াও টেলিভিশনের সাংবাদিকের প্রযুক্তিগত সহায়তা করার জন্য সাপোর্ট স্টাফ কার্ডের জন্য উপরোক্ত পদ্ধতিতে আবেদন করতে হবে।
গাড়ি/ মোটর সাইকেলের অনুমতি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত সাংবাদিকগণ গাড়ি / সীমিত আকারে মোটর সাইকেল ব্যবহারের অনুমতি পাবেন। সাংবাদিক আইডি কার্ডের আবেদনের সাথে গাড়ি/ মোটর সাইকেলের জন্য আবেদন দাখিল করতে হবে। সেক্ষেত্রে বৈধ গাড়ি/ মোটর সাইকেলের হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট এর ফটোকপি এবং ড্রাইভারের হালনাগাদ ড্রাইভিং লাইন্সের ফটোকপিসহ আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের গাড়ি/ মোটর সাইকেলে 'সাংবাদিক পরিচয়পত্র' এবং 'অনুমোদনপত্র' বহন করতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC