দর্শকদের আকর্ষণ করার নামে ইউটিউবে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের অবসান ঘটাতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। আগামী মাস থেকে ভারতে ইউটিউবে আর থাকবে না চটকদার শিরোনাম ও থাম্বনেইল দিয়ে ভরপুর ক্লিকবেট ভিডিও।
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের বোকা বানানো হয়। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেইল সংক্রান্ত কোনও তথ্য থাকে না। যার কারণে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা।
ইউটিউব কর্তৃপক্ষের মতে, তাদের উদ্দেশ্য ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। যাতে ব্যবহারকারীরা এখানে কোনও ভুয়ো ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কঠোর নজর রাখবে ইউটিউব।
কিছু কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য শুধু ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা।
বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ক্লিকবেটের প্রবণতা বেশি দেখা যায়।
এক্ষেত্রে নতুন পলিসি চালু করে এই সব কনটেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে।
এদিকে ইউটিউব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। তাদের মতে, এই পদক্ষেপ ইউটিউবকে আরও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্মে পরিণত করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC