অর্থহীন ব্যান্ডের গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গায়কের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটু।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দেন সুমন।স্ট্যাটাসে গায়ক বলেন, অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমার নিয়মিত চেকআপের জন্য দেশের বাইরে আছি। চিকিৎসা শেষে দেশে ফিরব। খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই ফেরা হবে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার ওপর।
জানা গেছে, ব্যাংককের এই হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন সুমন। কিছুটা সুস্থ হলে ২০২২ সালে দেশে ফিরে আবারও গানে মনোযোগ দেন। যুক্ত হন কনসার্টে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC