লিটমাস মিউজিকের কাছে নিজের পাঁচটি অ্যালবামের স্বত্ব বিক্রি করলেন মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি। ২০২২ সালে যাত্রা শুরু করে লিটমাস মিউজিক। এরপর গত বছরের ডিসেম্বরে কিথ আরবারের সঙ্গে মাস্টার রেকর্ডিংস ক্রয়ের চুক্তি করে চমকে দেয় প্রতিষ্ঠানটি।
লিটমাস মিউজিকের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়ার্নার মিউজিক ও ক্যাপিটল রেকর্ডসের সাবেক প্রেসিডেন্ট ড্যান ম্যাকক্যারল।তিনি বলেন, ‘কেটির পেরি সৃজনশীল ও প্রভাবশালী সংগীতশিল্পী। গান, টেলিভিশন, চলচ্চিত্র ও সামাজিক নানা কার্যক্রমে তাঁর উল্লেখযোগ্য প্রভাব আছে। তাঁর সঙ্গে এই চুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
জানা গেছে, ২০০৮ সালে প্রকাশিত অ্যালবাম ‘অন অব দ্য বয়েজ’ থেকে ২০২০ সালে মুক্তি পাওয়া স্মাইল অ্যালবামও রয়েছে ওই চুক্তির আওতায়।
কয়েক বছর ধরে সংগীতশিল্পীদের মধ্যে গানের স্বত্ব বিক্রির প্রবণতা অনেক বেড়েছে। জাস্টিন বিবার, জাস্টিন টিম্বারলেক, শাকিরা থেকে শুরু করে বব ডিলান কয়েক মিলিয়ন ডলারে নিজেদের গানের সত্ত্ব বিক্রি করেছেন। তবে চলতি বছর কেটি পেরির চুক্তিই গানের জগতের সবেচেয়ে বড় অঙ্কের চুক্তি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC