
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যাশনে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে সংহতি বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়ন নেতা দীপ্ত দেবনাথ।
চান্দিনা কিশোরী-কিশোর সংগঠন ও ভূমিহীন সমিতির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চান্দিনা যৌন হয়রানি-বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক তানিয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ইউপি মেম্বার পরেশ সরকার, ভূমিহীন নেত্রী হনুফা বেগম, সুখিয়া বেগম এবং সংহতি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কৃষক নেতা সুজাত আলী, শিক্ষক সুধাংশু নন্দী, জেলা ছাত্রনেতা দীপ্ত দেবনাথ প্রমূখ।
বক্তারা বলেন নারীদের নিরাপত্তায় ব্যর্থ এই রাষ্ট্র, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি। সারাদেশব্যাপী ধর্ষণ-হত্যা-ডাকাতি বেড়েই চলছে। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন বক্তারা।