আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ প্রস্তুতি নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর। এরই মধ্যে এই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা ও সিলেটকে বেছে নিয়েছেন তারা। বিশ্বকাপের আগে দুটি ভেন্যুই সংস্কার করা হবে বলে জানা গেছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দল দুই গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। মূল পর্বের আগে প্রতিটি দল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হতে পারে প্রস্তুতি ম্যাচগুলো।
এদিকে, বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করবে বর্তমান টি-টোয়েন্টি ও ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল। তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC