
নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ, বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে দুপুরে বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন— কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এই অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডসের বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা তারিন বিনতে এনাম, প্রভাষক মো. বুলবুল আহমেদ, প্রভাষক মো.ইমরান হোসেনসহ বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, ” নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ ইংরেজি বিভাগ একটি প্রতিষ্ঠিত বিভাগ। প্রতিষ্ঠাকালে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুরুতে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক সংকট ও জায়গার অপ্রতুলতাসহ নানা সমস্যা মোকাবিলা করে বিভাগটি আজকের এই পর্যায়ে এসেছে। অনেক শিক্ষার্থী এখান থেকে পড়ালেখা করে উচ্চ শিক্ষা নিতে বিদেশে অবস্থান করছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
তিনি আরও বলেন, ‘ভাষা ও সাহিত্যের মেলবন্ধনের কাঠামোতে আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের কেবল ভাষাগত দক্ষতা নয় বরং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানোর উপর জোর দিচ্ছি। সমকালীন নোবেল প্রাপ্ত লেখকদের সাহিত্য অন্তর্ভুক্ত করে আমরা কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী রাখছি।”

এর আগে ২০০৭ সালের ৬ মে দু’জন শিক্ষকের প্রধান্যতায় ইংরেজি বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। বিভাগটি গত ১৮ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। শিক্ষার্থীদের মাঝে ভাষা ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক অনুধাবন করানো এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের মননশীল করে তোলাই এই বিভাগের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভাগের নিজস্ব সম্পদ তথা ‘ফরেস্ট অব আর্ডন’—কে বিশেষভাবে ঢেলে সাজানোর বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিভাগটি।