নরসিংদী জেলারর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক ও সিএনজির পাঁচ যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যায়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC