বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগে গত বুধবার (২৯ জানুয়ারি) ৫ম আবর্তনের বিদায় সংবর্ধনা ও ১২ আবর্তনের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. কে. আহমেদ আলম, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দারসহ আইন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপাচার্যসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের সুশৃঙ্খল, সুসংগঠিত এবং শিক্ষার প্রতি নিবেদিত থাকার পরামর্শ দেন। বিভাগীয় প্রধান ড. মো. নায়ীম আলীমুল হায়দার তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। এরপর অনুষ্ঠানের আহবায়ক এবং আইন বিভাগের প্রভাষক মো. শামীম আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, আইন বিভাগের এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে একটি পরিবার হিসেবে একত্রিত করে।
[caption id="attachment_29900" align="alignnone" width="1200"] ছবি: প্রতিনিধি[/caption]
অনুষ্ঠানের একটি বিশেষ অংশে, উপাচার্য, রেজিস্ট্রার, ডীন ও বিভাগীয় প্রধান ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। এরপর ১২তম ব্যাচের শিক্ষার্থীরা আইন বিভাগের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে স্বাগত উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ষ্ঠ ব্যাচের ফাহিম, ৮ম ব্যাচের মুনতাহা, ৭ম ব্যাচের সুহি ও নুসরাত এবং ১১তম ব্যাচের মুন্না ও নাদিয়া।
অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য আহ্বায়ক প্রভাষক মো. শামীম আহমেদ, সহ-আহ্বায়ক প্রভাষক রাশপিয়াতুর রাশপি এবং প্রভাষক লামিয়া দিলশাদ ওয়াজিহাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এছাড়াও, সকল স্বেচ্ছাসেবক, সজ্জা, খাদ্য, লজিস্টিকস এবং সাংস্কৃতিক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC