
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ।
দেয়া হচ্ছে আতপ চাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওজনে কম দেয়া, সিদ্ব চালের বদলে আতপ চাল বিতরণ ও স্বজনপ্রীতির অভিযোগ তোলে হৈচৈ করছেন সাধারণ মানুষ।
চাল বিতরণকারী পৌর কর্মকর্তা গিয়াস উদ্দিনকে কত কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে প্রশ্ন করা হলে তিনি জানান প্রতি কার্ডে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে অথচ উপস্থিত সকলের সামনে মাপা হলে দেখা যায় প্রতি কেজিতে দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) থেকে ২ কেজি চাল কম দেয়া হচ্ছে।
জরিনা বেগম জানান, এরা আমাদেরকে কোন কার্ড দেয় নাই। কার্ড দিচে বড়লোকদেরকে।
রফিয়া আক্তার জানান, আমরা ১০ কেজি আতপ চাল দিয়া কি করমু! আমরা কি আতপ চাল খাই। ইতা দ খা চিটাগাইঙ্গা মানুষ। সিদ্ব চাল না দিয়া দিচে আতপ চাল।
ঝর্না জানান, আমরা কি ইতা বুঝি! যদ্দুর দে লইয়া আইফরি।অহন দ মাফার পর দেহি দেড় কেজি কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে তাদেরকে ধরিয়ে দেন।