রবিবার ২৪ আগস্ট, ২০২৫

নবীনগরে বিটঘর ইউপির নবীন দলের কমিটি ঘোষণা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

Rising-Cumilla-Bitghar UP's new party committee announced in Nabinagar
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের নবীন দলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। উপজেলা নবীন দলের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদ নব গঠিত কমিটিটি ঘোষনা করেন।

কমিটির আহবায়ক হয়েছেন মো. আশরাফুল, যুগ্ম আহবায়ক মো. সাইমন ভূইয়া, মো. জসিম উদ্দিন, মো. রিফাত,মো. হাসান, মো. নুরুউল্লাহ, মো. পলাশ, সদস্য সচিব মো.তুফাজ্জল খান, সদস্য হলেন মো. জাকারিয়া, মো. উদয় খান, মো. মেহেদী।

জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমি বিটঘর ইউনিয়ন নবীন দলের নব গঠিত কমিটির সকলের প্রতি শুভ কামনা জানাচ্ছি।

আরও পড়ুন