রবিবার ২৪ আগস্ট, ২০২৫

নবীনগরে বিএনপি ‘র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বিএনপি ‘র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত
নবীনগরে বিএনপি ‘র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটেরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (৩১-০৫-২৫) নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮১ সালে চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্বৃত্তদের গুলিতে শাহাদাৎ বরণ করেছিলেন।

এসময় তাঁর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের আপামর মানুষের জন্য তাঁর নিবেদিত প্রাণের জন্য স্মরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. তকদির হোসেন জসিম, উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেলোয়ার হোসেন সোহেল, তাঁতী দলের সভাপতি মামুন খানসহ অন্যান্যরা।

আরও পড়ুন