ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিটি ইউনিয়ন ও পৌর সভায় একে একে কমিটি গঠন করায় চাঙ্গা হয়ে উঠছে জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম। যা জেলার সবচেয়ে বড় উপজেলা ও আশুগঞ্জ, বিজয়নগর, আখাউড়া উপজেলার প্রায় সমান একটি উপজেলা। এখানে ১ টি পৌরসভা ও ২১ টি ইউনিয়ন রয়েছে।
দীর্ঘ ১৬ বছর বিএনপির এই অঙ্গ-সংগঠনটি প্রকাশ্যে কোন কার্যক্রম পরিচালনা করতে না পারলেও বর্তমানে সংগঠনটির উপজেলা কমিটির চৌকস নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে একে একে সব ক'টি কমিটিতে তরুন জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী জন সম্পৃক্ত মানুষের অংশ গ্রহনে চাঙ্গা হয়ে উঠছে। তৈরি হচ্ছে নতুন নতুন নেতৃত্বের। এতে আশাবাদী জিয়া মঞ্চের নেতাকর্মীরা।
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিছু দিন ধরে অপ-প্রচার হচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সংগঠন জিয়া মঞ্চ নিয়ে তা ভুয়া ও বানোয়াট। এসব কথায় ও ফেসবুক পোস্টে বিভ্রান্ত হবেন না। দোসররা আমাদের দলকে বিতর্কিত করতে এসব করছে। বর্তমানে আমরা জন সাধারনের যে সাড়া পাচ্ছি তাতে আমাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে ও প্রান্তিক মানুষের মাঝে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ও তারন্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আক্রাম জানান, আমরা যাচাই-বাছাই করে, জাতীয়তাবাদী আর্দশের সৈনিকদের আমাদের বিভিন্ন কমিটিতে রাখছি। কোন বির্তকিত কিংবা দুর্নীতিবাজ-অসৎ মানুষের স্থান জিয়া মঞ্চে নেই, হবেও না। আমরা চেষ্টা করছি উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় কমিটি দিতে। আহবায়ক কমিটি গুলোতে আরো নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সততার সাথে এগিয়ে যেতে পারি। দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে পারি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC