জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

নতুন পাঠ্যপুস্তকে আবু সাঈদ হত্যার তারিখ ভুল দেওয়ায় বেরোবিতে মানববন্ধন

The new textbook gives the wrong date of the killing of Abu Saeed, and the human chain in Berubi
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন পাঠ্যপুস্তকে আবু সাঈদ হত্যার তারিখ ভুলসহ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (০৬ জানুয়ারি) সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, কেউ যদি আবু সাঈদের ইতিহাস বিকৃতি করতে চায় সেখানে শিক্ষার্থীরা অবশ্যই তার প্রতিবাদ করবে। আবু সাঈদের হত্যাকান্ড শুধু দেশ নয় সারা বিশ্ব দেখেছে সেখানে এনসিটিবি মত একটি প্রতিষ্ঠান তার তারিখ ভুল করে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা চাই যে বা যারা এর সাথে যুক্ত তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের প্রতীক আবু সাঈদ। এনসিটিবির যে কু-চক্রীরা এই কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় না আনলে ছাত্র জনতা তা মেনে নিবে না। তাদের এই ধরনের কুচক্রী আমরা বাংলা মাটিতে মেনে
নিব না।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে।