বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশের সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র-জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির আবদুল মতিন, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ, সৌদী প্রবাসী মাওলানা আজাদ সোবহানী।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব দেশ সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূলের (স.) সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রসূল (সা.) এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা দ্বিতীয়বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সব ধরণের জুলুম ও চাঁদাবাজমুক্ত একটি সমাজ এবং ধর্ম-বর্ণ, সাদা-কালো, ধনী-গরীব সব পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC