ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

Rising Cumilla - Women footballers
ছবি: সংগৃহীত

দেশে পা রেখেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনের দল।

দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত করা ছিল ছাদখোলা বাস। সেটা বিমানবন্দরে অনেক আগেই হাজির হয়। সাফজয়ীদের বরণ করে নিতে উৎসুকদের ভিড়ও ছিল অনেক।

এরই মধ্যে রাজধানী ঢাকায় এসে পা রাখেন সাবিনারা। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে।

সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।