প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জীবনের এই শেষ প্রান্তে এসে তাঁর কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান। এ লক্ষ্য অর্জনে তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
আজ শুক্রবার খুলনার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দীন তাঁর দীর্ঘ সরকারি চাকরি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা অপরিহার্য।
এ সময় তিনি সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একই সাথে তিনি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC