দেশব্যাপী আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রথম দিনের পরীক্ষা, যেখানে শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২৭ হাজার ১৭৯ জন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে আজ থেকে আগামী ১৩ মে পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, পরীক্ষার কেন্দ্রগুলোর আশেপাশে ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন পরীক্ষা কেন্দ্রে ভিড় না করেন।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা আগামী ১৩ মে পর্যন্ত চলবে। এরপর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC