মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে-বিপক্ষে মিছিল-পাল্টা মিছিল

Marches and counter-marchs for and against Hasnat Abdullah at Debidwar
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে ও বিপক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে প্রথমে দে‌বিদ্বার উপজেলা সদরে জুলাই অভ‌্যুত্থানে আহত, শ‌হীদ প‌রিবার ও ছাত্র জনতার ব‌্যা‌নারে তার পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একটি সমাবেশে হাসনাত আব্দুল্লাহর দেওয়া এক মন্তব্যে। তিনি বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’। এই মন্তব্যের জেরে ক্ষুব্ধ হন বিএনপির নেতাকর্মীরা। তারা হাসনাত আব্দুল্লাহকে ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন, অন্যথায় তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণার হুমকিও দেওয়া হয়।

বিএনপির এই হুমকির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা সদরে ‘জুলাই অভ্যুত্থানে আহত, শহীদ পরিবার ও ছাত্র জনতার’ ব্যানারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে একটি মিছিল বের হয়। এ সময় বক্তব্য রাখেন জুলাই শহীদ তন্ময়ের বাবা, শহীদ মহিউদ্দিনের মা এবং আহত তানভির হাসান তুষার ও ইয়াসিন আরাফাত।

বক্তারা বলেন, হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। এমন হুমকি নতুন নয়, এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কোনো হুমকি ও ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা নস্যাৎ করা যাবে না।

হাসনাত আব্দুল্লাহর পক্ষে মিছিলের পরপরই একই স্থানে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নির্দেশে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মিছিলটি বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর বাসভবন থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এই সমাবেশ থেকেও ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী হাসনাত আব্দুল্লাহকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুলতান কবির আহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা ৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে আগামী সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লার অংশ নেয়ার কথা এলাকার টং দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন