মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় র্যাব-১১ অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে মূল হামলাকারীকে গ্রেফতার করেছে। আজ (২৫ আগস্ট) সকালে র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত সুমন চন্দ্র দাস (৩০) রাজামেহার গ্রামের মৃত সন্তোষ চন্দ্র দাসের ছেলে
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আখিনুর আক্তার ঢাকায় থাকলেও তার বৃদ্ধা মা রাজামেহারেই থাকেন। সুমন এই সুযোগে আখিনুরের মায়ের বাড়িতে মাদক রেখে ব্যবসা করার প্রস্তাব দেয়। কিন্তু তার মা তাতে অস্বীকৃতি জানালে সুমন তার ওপর হামলা করে। মায়ের উপর হামলার খবর পেয়ে আখিনুর বাড়ি ফিরে এসে সুমনের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন।
এর জের ধরে গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে কর্মস্থলে ফেরার পথে সুমন ও তার সহযোগীরা আখিনুরের ওপর অতর্কিত হামলা চালায় এবং সুমন তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে।
র্যাব-১১ আরও জানায়, এই হামলার ঘটনায় সাংবাদিক আখিনুর আক্তার দেবিদ্বার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর একটি দল ২৪ আগস্ট রাতে রাজামেহার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার অপরাধের কথা স্বীকার করেছে। তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC