মানিকগঞ্জের পৃথক দুই মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সোয়া ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পৃথক দুটি আদালতে আলাদা আলাদা শুনানিতে এই রায় দেন বিচারক।
রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।
মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আইভী আক্তারের কোর্টে ৫ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এরপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মুহাম্মদ আব্দুন নুরের কোর্টে সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।
এর আগে সকাল সাড়ে ৮ টায় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জের আদালতে মমতাজকে হাজির করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ওসি আবুল খায়ের বলেন, মানিকগঞ্জের সিংগাইরে একটি হত্যা মামলাসহ হরিরামপুরের পৃথক মামলায় মমতাজ বেগমকে কোর্টে তুলা হলে বিচারক ওই রায় দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC