ঢালিউড কিং খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণ করছেন রায়হান রাফী। এতে নায়কের বিপরীতে দেখা যাবে টলিউডের মিমি চক্রবর্তীকে। আরও থাকছেন বাংলাদেশের ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
গত ডিসেম্বরে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় সিনেমাটির। তখন নায়ক হিসেবে শাকিবের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।
অবশেষে জানা গেছে, সিনেমাটিতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে প্রধান দুই নারী চরিত্রে থাকছেন মিমি ও নাবিলা। এর মাধ্যমে তাঁরা দুজনেই প্রথমবারের মতো শাকিবের সঙ্গে অভিনয় করতে চলেছেন।
এদিকে, আয়নাবাজি সিনেমা দিয়ে দর্শকমহলে জনপ্রিয়তা কুড়িয়েছেন নাবিলা। এরপর তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। এবার তিনি দীর্ঘ বিরতি ভাঙছেন শাকিবের তুফান চলচ্চিত্র দিয়ে।
মাসুমা রহমান নাবিলা বললেন, এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।
অপরদিকে মিমি চক্রবর্তী বলেন, বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনও কাজে কখনও-বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।
প্রসঙ্গত, রায়হান রাফীর এই সিনেমা প্রযোজনা করছেন আলফা আই, এসভিএফ ও চরকি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা জানায়, মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ। সেই সঙ্গে নাবিলার জন্যেও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে, এমনটাই প্রত্যাশা তাঁদের।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC