সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

দীপাবলি উদযাপনে ২২ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড!

World record by lighting more than 22 lakh lamps in celebration of Diwali!
। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দীপাবলি উদযাপনে ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছেগতকাল শনিবার (১১ নভেম্বর) মন্দিরের শহরে হিসেবে খ্যাত অযোধ্যার সর্যু নদীর ৫১টি ঘাটে ২২ লাখ ২৩ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নতুন করে নাম লেখান অযোধ্যাবাসী। 

উৎসবের সপ্তম সংস্করণে ২৫ হাজার স্বেচ্ছাসেবক এই প্রদীপ জ্বালানোর কাজে অংশ নেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর শহরকে বিশ্ব রেকর্ডের মর্যাদা দেন।

এর আগেও সবচেয়ে বেশি প্রদীপ প্রজ্বালনের রেকর্ড অযোদ্ধার দখলেই ছিল। ২০২২ সালে এই প্রদীপের সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ লাখের বেশি।

মূলত ২০১৭ সালে অযোধ্যায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব উদযাপন শুরু হয়।