অস্ট্রেলিয়ায় গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। এখন থেকে তাদের ভিসার আবেদন প্রক্রিয়াটি ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন সম্পন্ন করবে। এর আগে, এই প্রক্রিয়াটি নয়াদিল্লি থেকে পরিচালিত হতো।
বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক টেলিফোন আলাপে এই সিদ্ধান্তের কথা জানান।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এই সিদ্ধান্তের ফলে, এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আর নয়াদিল্লি যেতে হবে না। এতে তাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC