দাওয়াহ কমিউনিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যােগে প্রথমবারের মতো ইসলামের নবী, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহাম্মদ (স.) এর সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় এবং রাত সাড়ে আটটায় বিশ্ব মানবতার মুক্তির চেয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ ও মাওলানা জাকারিয়া মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দীন এবং দ্বীন ইসলাম। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,দাওয়াহ সার্কেলের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা স্থানের ব্যবস্থা করা হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর নবী কারীম (স.) এর সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী উসমানী এর লেখা "সীরাতে খাতামুন আম্বিয়া" (অনুবাদক আব্দুল্লাহ সাঈদ) বইয়ের 'পর ৬০ নম্বরের বহুনির্বাচনি ও জ্ঞানমুলক প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১০ জন প্রতিযোগিকে পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কারের মধ্যে ছিল বই,ক্রেস্ট এবং সনদপত্র। প্রতিযোগিতায় ৬০ নম্বরেট মধ্যে ৬০ পেয়ে প্রথম স্থান অর্জন করেন গনিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহম্মেদ।
মাওলানা শরীফ মুহাম্মদ, রাসুলুল্লাহ (স.) এর সিরাত নিয়ে বিশেষ আলোচনা করেন এবং রাসুলুল্লাহ (স.) এর জীবনাদর্শকে মানবজাতিকে ধারণ করার প্রতি গুরুত্বরোপ করেন। এদিকে মাওলানা জাকারিয়া মাসুদ বর্তমান সভ্যতায় নৃশংসতা,মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ লোপ,সমাজের অনাচার বৃদ্ধি,পাপাচার বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন এবং এর থেকে পরিত্রাণে নবী (স) এর সিরাত কতটা কার্যকরী তা তুলে ধরেন।
উল্লেখ্য, বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মের মাস ‘রবিউল আউয়াল’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত প্রতিযোগিতা ও কনফারেন্স’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC