সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

থাইল্যান্ডে সমকামী বিয়ে বৈধ হতে চলেছে, এশিয়ায় প্রথম!

Thailand Same Sex marriage
ছবি: সংগৃহীত

এবার ইউরোপের পর এশিয়ার কিছু দেশ সমকামী বিয়েতে অনুমোদন দিতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড ও ভারত। এদিকে সমলিঙ্গের বিয়ের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড।

গতকাল (২৭ মার্চ) বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে থাইল্যান্ডের পার্লামেন্ট এ অনুমোদন দিয়েছে।

থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪১৫ জন আইনপ্রণেতার মধ্যে ৪০০ জন সমলিঙ্গের বিয়ের বৈধতার বিলটির পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য এর পরের ধাপে সিনেটে এবং চূড়ান্ত পর্যায়ে রাজার অনুমতি লাগবে বিলটিতে।

৪১৫ জন আইনপ্রণেতার মধ্যে ৪০০ জন সমলিঙ্গের বিয়ের বৈধতার বিলটির পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য বিলটি আইনে পরিণত হতে সিনেটের অনুমোদন এবং রাজার সম্মতি প্রয়োজন।

এ বিষয়ে চান্যা রত্তনাথদা, একজন কমী কর্মী, এএফপিকে বলেন, “থাইল্যান্ড অবশেষে গৃহীত হয়েছে এবং সত্যিকারের ‘এলজিবিটিকিউআইয়ের স্বর্গ’ হিসাবে স্বীকৃত হয়েছে।”

এ বিষয়ে প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টির সাংসদ টুনিয়াওয়াজ কমলওংওয়াট বলেছেন, “আজ, সমাজ আমাদের কাছে প্রমাণ করেছে যে তারা এলজিবিটি অধিকারের বিষয়ে যত্নশীল। এখন আমরা অবশেষে অন্যদের মতো একই অধিকার পাব।”