আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের প্রায় ৩০ শতাংশ ভোটারই হবে তরুণ। নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা বয়স-ভিত্তিক ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার গঠনে তরুণদের ভোট এবার বড় ভূমিকা রাখবে।
ইসি কর্মকর্তারা জানান, এবার প্রায় চার কোটি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এই তরুণ ভোটারদের ওপর নির্ভর করবে আগামীতে কোন দল সরকার গঠন করবে।
ইসি সূত্রে জানা যায়, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৪৪ লাখ। এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের তরুণ হিসেবে ধরা হয়েছে, যাদের সংখ্যা ৩ কোটি ৫ লাখ। চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষে আরও প্রায় ৫৭ লাখ ভোটার যুক্ত হবে। এতে মোট তরুণ ভোটারের সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটি, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ।
বর্তমান ভোটার তালিকায় ৩০ থেকে ৩৩ বছর বয়সী ভোটার ১ কোটি ৫১ হাজার, ৩৪ থেকে ৪১ বছর বয়সী ভোটার ২ কোটি ৫৩ লাখ, ৪২ থেকে ৬০ বছর বয়সী ভোটার ৪ কোটি এবং ৬০ বছরের বেশি বয়সী ভোটার ১ কোটি ৮৬ লাখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা তুলে ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, "জুলাই-আগস্টে তরুণরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস গড়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে তারাই সামনের সারিতে ছিলেন। আন্দোলনে নিহত ও আহতদের অধিকাংশই তরুণ। তাই, বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের উত্থান না ঘটে, সেজন্য তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংস্কার ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে।"
চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) ভোটের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলোও ভোটের হিসাব-নিকাশ করছে।
উল্লেখ্য, গত দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। এবার ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ১৩ কোটি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে প্রায় ১ কোটি প্রবাসী ভোটারের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোট গ্রহণের পরিকল্পনাও রয়েছে ইসির।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC