ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রাম চান তামিম-লিটন

Tamim Iqbal And Litton Das
বামে লিটন দাস, ডানে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের দুটি ওয়ানডে শেষ। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মোকাবিলা করবে বাংলাদেশ। তবে সেই ম্যাচটি খেলতে চান না তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

বিসিবি সূত্রে জানা গেছে, কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা লিটন কুমার দাস ও তামিম ইকবাল। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে দুজনই মাঠে নেমেছিলেন।

প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামাতে পারেননি তামিম-লিটন। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস সূচনা করেছেন এ দুজন। প্রায় আড়াই মাস পর ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন দেশ সেরা ওপেনার তামিম। তার ব্যাটে ৭টি চার ছাড়াও দেখা মিলে দারুণ সব শটের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, এখনো পিঠের অস্বস্তি পুরোপুরি কাটেনি তার। সেই জন্য তৃতীয় ওয়ানডে খেলার ঝুঁকি নিতে চান না তামিম।

অন্যদিকে ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন। কিউইদের বিপক্ষে ১৬ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবিকে লিটন জানিয়েছেন, তার আরও অনুশীলন প্রয়োজন। সেই জন্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন না তিনি।