নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

তুলে রাখা শীতের কাপড় নামানোর সময় এসেছে

Rising Cumilla - winter clothes
প্রতীকি ছবি/সংগৃহীত

চলে এসেছে শীত মৌসুম। কোন কোন জেলায় আজ ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে শীতের আগমনে আলমারিতে তুলে রাখা শীতের কাপড় লেপ-কম্বল, সোয়েটার, জ্যাকেট নামাতে হবে। গত বছর তুলে রাখা এই পোশাকগুলো এখনই পরিষ্কার করার সময়। কিন্তু কীভাবে সহজে এই কাজটি করবেন?

চলুন জেনে নিই-

লেপের যত্ন: শিমুল তুলোর লেপ ধোয়া যায় না। রোদে দিলেই ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের কভারটি ধুয়ে নিন।

কম্বলের যত্ন: কম্বল শ্যাম্পু দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। ঝামেলা এড়াতে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন।

কাঁথার যত্ন: কাঁথা বাড়িতে অনায়াসে ধুয়ে নেওয়া যায়।

লেদার জ্যাকেটের যত্ন: লেদার জ্যাকেট কখনো রোদে দেবেন না। লন্ড্রিতে দিন।

সোয়েটারের যত্ন: পশমের জামা ঠান্ডা পানিতে, পাতিলেবুর রস ও ভিনিগার দিয়ে ধুয়ে নিন। ইস্ত্রি করার সময় সুতির চাদর বিছিয়ে নিন।