বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচল করা লোকাল ট্রেন তুরাগ এক্সপ্রেসকে কমিউটার ট্রেন হিসেবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মোহাম্মদ আমিনুল হকের সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচল করা তুরাগ ট্রেনকে কমিউটার ট্রেন হিসেবে পরিচালনা করার প্রস্তাবটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে। তাই শনিবার থেকে তুরাগ ট্রেনকে কমিউটার ট্রেন হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে ডিএমই (সি) ও ডিইই/ঢাকার মতামত এবং ডিআরএম/ঢাকার অনুমোদন রয়েছে।
এতে আরও বলা হয়, তুরাগ ট্রেনের ভাড়া ১৫ টাকার স্থলে কমিউটার ট্রেনের মতো ২০ টাকা ধার্য করা হয়েছে। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী, তুরাগ কমিউটার (১) ঢাকা ছাড়ে ভোর ৫টায় এবং জয়দেবপুরে পৌঁছায় সকাল ৬টায়। তুরাগ কমিউটার (২) জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। তুরাগ কমিউটার (৩) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৫টা ২০ মিনিটে এবং জয়দেবপুরে পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। তুরাগ কমিউটার (৪) জয়দেবপুর ছাড়ে রাত ৭টা ২৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ৮টা ৫৫ মিনিটে।
ঢাকা থেকে জয়দেবপুর উভয় যাত্রাপথে ট্রেনটি তেজগাঁও, বনানী, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, টঙ্গী জংশন ও ধীরাশ্রম স্টেশনে যাত্রা বিরতি করে।
ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে। শুক্রবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC