তীব্র যানজটের কারণে সাভারের বিকেএসপিতে মঙ্গলবার (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য দুটি ক্রিকেট ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলো হল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ।
জানা যায়, ভোরে হেমায়েতপুর এলাকায় একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হন। ঘটনার জের ধরে পুরো রাস্তার চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট দেখা দেয়।
যানজটের কারণে কোনো দলই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি। ফলে বাধ্য হয়েই সিসিডিএম কর্তৃপক্ষ ম্যাচ দুটি স্থগিত করে।
এ বিষয়ে লিজেন্ড অব রূপগঞ্জের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, “হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকেরগুলো দেওয়া হয়েছে আগামী পরশু।”
এদিন মাঠে নামার কথা ছিল তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার দলদের। এছাড়া ম্যাচ ছিল নুরুল হাসান সোহানদেরও।