দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন। আজ (বুধবার) রাজধানীর একটি হাসপাতালে তিশার মা শাহীন মাহফুজা হকের হাঁটুতে অস্ত্রোপচার হবে।
এর আগে ফেসবুকে মায়ের সঙ্গে এক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,‘গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’
আর আমরা হাসিমুখে বলি, ‘আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা’।’’
তিশা আরো বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন!’ তিশার সেই পোস্টে ভক্তরাও তার মায়ের সুস্থতা কামনা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC