জানুয়ারি ১১, ২০২৫

শনিবার ১১ জানুয়ারি, ২০২৫

তিন যুগেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী

Rising Cumilla - Ibn Taymiyya School and College, Comilla's reunion with students from more than three eras

প্রতিষ্ঠার ৩৭ বছর পর সাবেক ও বর্তমান প্রায় ৬ হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান করেছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এই মিলনমেলাকে বিশ্বের সবচেয়ে বড় পুনর্মিলনী বলে দাবি করেছে আয়োজক কমিটি।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা ও এডমিন আলমগীর হোসেন রিপন।

এদিকে গতকাল কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, নির্ধারিত কার্ড প্রদর্শন করে লম্বা লাইনে ভেতরে ঢুকছেন সাবেক শিক্ষার্থীরা। উপস্থিত অনেকের গায়ে আছে নিজেদের বর্ষভিত্তিক টিশার্ট ও পাঞ্জাবি। অনেকের মাথায় ক্যাপ।

অনুষ্ঠানে যুক্ত হয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষক। এছাড়াও অংশ নেন ইবনে তাইমিয়ার সাবেক শিক্ষার্থী দেশি, বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন কোম্পানির মালিক, সচিবালয় ও মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মকর্তারা। বিদেশে অবস্থানকারী অনেকেই ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এবং শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল বলেন, ‘ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়ন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে। এ রিইউনিয়নে প্রায় ছয় হাজার সাবেক শিক্ষার্থী অংশ নিয়েছে। বর্তমানে সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়নের রেকর্ডটি রয়েছে ভারতের ভাস্যম এডুকেশনাল ইনস্টিটিউশনস (গুন্টুর, অন্ধ্রপ্রদেশ) – এর নামে। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর এই রিইউনিয়নে চার হাজার ২৬৮ জন সাবেক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। ‘

এছাড়া কুমিল্লা স্টেডিয়ামে র‌্যালির আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন শুরু হয়।