
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ২:২১ পিএম
তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা

প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন তারা।
আজ মঙ্গলবার (৭ই জানুয়ারি) আন্দোলনের ধারাবাহিকাতায় সকালে মূল ফটকে এই ব্যানার টাঙিয়ে দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি কলেজের মধ্যে একটি হলো সরকারি তিতুমীর কলেজ। ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন।
তবে এর মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানটিকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করছেন।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েক দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ ডিসেম্বর কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC