জুলাই ৬, ২০২৫

রবিবার ৬ জুলাই, ২০২৫

তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র

তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র
তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছেন ডা.তাহ্সীন বাহার সূচনা। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে জয়ী হয়ে তিনি হয়েছেন এই মহানগরীর প্রথম নারী মেয়র।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বাস প্রতীকের প্রার্থী তাহ্সীন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

অপর দুই প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। কুমিল্লা সিটির মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ১১৫ জন। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

রোববার (১০ মার্চ) ১১টার দিকে বিজয়ী প্রার্থী ডা.তাহ্সীন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আরও পড়ুন