
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘অশালীন, কুরুচিপূর্ণ মিথ্যাচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণ বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বৃহস্পতিবার বিকেলে (২৪ জুলাই ২০২৫) কুমিল্লা সদর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা তারেক রহমান ও দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
পূবালী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।