তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তোমধ্যে এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।
আজ বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।
ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।
তাইওয়ান সরকার জানিয়েছে, পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টিতে চারজন মানুষ মারা গেছেন। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
এ ছাড়া কমপক্ষে ২৬টি ভবন ধসে পড়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিন হুয়ালিয়েনে অবস্থিত। প্রায় ২০ জন মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে।
এ বিষয়ে ৬০ বছর বয়সী তাইপেই হাসপাতালের কর্মী চ্যাং ইউ-লিন বলেন, এটি খুব শক্তিশালী ছিল। মনে হচ্ছিল আমাদের বাড়ি ভেঙে পড়বে।
এদিকে তাইওয়ানের সরকারি কেন্দ্রীয় বার্তা সংস্থা বলেছে, আজকের ভূমিকম্পটি এই দ্বীপ অঞ্চলের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যান। এ ছাড়া ভূমিকম্পে ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC