দেশের তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন বয়সী তরুণদের হাতে ও ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন এবং কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একইসাথে ১৩দিনব্যাপী প্রদর্শনী ও ভার্চুয়াল গ্যালারিও উদ্বোধন করা হয়। আজ বিকাল ৩টায় টিআইবির ধানমন্ডি কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।
উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ারস্ কোরিন হেনচজ পিগনানি, বাংলাদেশে নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিইজ উডসট্রা, এফসিডিও-এর ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড, ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক অ্যালেনি টেনসে, বাংলাদেশে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লুভিসা হফম্যান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব এবং নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক।
টিআইবি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্ব দেয় মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র আইনের শাসন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাই যথেষ্ট নয়, বরং জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে। বিশেষ করে দুর্জয় তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সচেতনতা গুরুত্বপূর্ণ। আর কার্টুন সেই প্রতিবাদের অন্যতম অনুসঙ্গ।’
দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক ও নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক গত প্রায় ২০ বছর ধরে কার্টুনিস্টদের অসাধারণ সুযোগ তৈরি করে দেওয়ায় টিআইবিকে ধন্যবাদ জানান। অপর বিচারক ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব এ বছর প্রথমবারের মত কমিক স্ট্রিপ ও ডিজিটাল মেথড যুক্ত করায় প্রতিযোগিতার ব্যপ্তি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন।
এই ধরনের প্রতিযোগিতা আয়োজনে টিআইবিকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লুভিসা হফম্যান বলেন, ‘কার্টুন সব সমাজেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব গল্প সাধারণভাবে তুলে আনা যায় না, কার্টুন সেই সব গল্পও তুলে আনতে পারে। বিশেষ করে রাজনৈতিক কার্টুন বাক্স্বাধীনতার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা ক্ষমতায়িত হয় এবং সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার সুযোগ লাভ করে।’
গণতন্ত্র, বাক স্বাধীনতা ও উন্নয়ন বিষয়ে স্পষ্ট ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের জনগণের প্রশংসা করে ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক অ্যালেনি টেনজি বলেন, ‘বাংলাদেশের মানুষের রসবোধ অত্যন্ত চমৎকার। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই বিষয়টি আবার প্রমাণিত হলো। পারস্পরিক বহুমুখী সহযোগিতার পাশাপাশি মার্কিন সরকার ও জনগন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছে।’
এফসিডিও-এর ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই কার্টুন প্রতিযোগিতা বাংলাদেশের তরুণদের দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বার্তা প্রদান করছে।’
বাংলাদেশে নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিইজ উডসট্রা উপস্থিত তরুণদের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে চলমান পরিস্থিতিতে জেন-জি প্রজন্মকে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান।
দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী মাধ্যম হিসেবে কার্টুনের ব্যবহার উৎসাহিত করে সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ারস্ কোরিন হেনচজ পিগনানি বলেন, ‘দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই গণতন্ত্র ও উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ জরুরি। আর কার্টুনের রসবোধ যে কোনো বিষয়ের মতই দুর্নীতির বিরুদ্ধে ও বাক্স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC