নেইমারকে ছেড়ে দিয়েছে আল হিলাল। তার পর শৈশবের ক্লাব সান্তোসকেই যে ঠিকানা বানাচ্ছেন- সেটাও ছিল এক রকম নিশ্চিত। মঙ্গলবার ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান তারকার ফেরার কথা নিশ্চিত করেছেন। তাতে নেইমার শৈশবের ক্লাবে ফিরছেন প্রায় ১২ বছর পর।
এছাড়া ক্লাবটির সঙ্গে নেইমার মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আশা করা যাচ্ছে এই সপ্তাহে চুক্তিটি চুড়ান্ত হবে।
ইএসপিএন সূত্রমতে, নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করবেন, যাতে পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হলে খুব দ্রুতই ব্রাজিল যাবেন নেইমার। আর ৫ ফেব্রুয়ারির মধ্যে তার সান্তোসে অভিষেক হতে পারে।
সান্তোসে অবশ্য সাফল্যময় ক্যারিয়ার ছিল নেইমারের। এই ক্লাবের হয়ে জিতেছেন ৬টি শিরোপা। তার মধ্যে ২০১১ সালে জিতেছেন মহাদেশীয় কোপা লিবার্তাদোরেসও।
এদিকে ঘরের ছেলেকে পুনরায় পাচ্ছেন দেখে তাকে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এভাবেই স্বাগতম জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, ‘ঘরের ফেরার এটাই সময় নেইমার। নিজের লোকদের কাছে ফেরার সময় হয়েছে। নিজেদের ঘর, নিজেদের ক্লাব ও নিজেদের হৃদয়ে ফেরার সময় হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC