রাজধানীর ৭টি সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ও ২৩ আগস্ট দুই ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইলিয়াস জানান, প্রথম ধাপের পরীক্ষা ২২ আগস্ট বিকেলে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ২৩ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত কমিটির সর্বশেষ বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষায় কারিগরি সহযোগিতা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
তিনি আরও জানান, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী সপ্তাহের শনিবার আরেকটি সভা ডাকা হয়েছে। ওই সভার পরেই অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের আওতাভুক্ত ৭টি সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এই কলেজগুলোর জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC