বুধবার ৮ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে যানজটের কবলে সেতু উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে যানজটের কবলে সেতু উপদেষ্টা/ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার দূরত্বের একটি সড়ক বর্তমানে তীব্র ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ অবস্থায় যেকোনো বাহনে এই পথটি পাড়ি দিতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগার কথা। তবে গত কয়েক মাস ধরে সড়কটির বেহাল দশার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। যানজট ও সড়কের দুরবস্থায় ভোগান্তি এখন চরমে।

সূত্রের খবর অনুযায়ী, মূলত আশুগঞ্জ নৌ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে ধীরগতিতে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ। এই অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে এই ১২ কিলোমিটার পথ পার হতে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।

সড়কের এক পাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং যানজট তীব্র আকার ধারণ করেছে।

সড়কের এই বেহাল দশা ও তীব্র যানজটের চিত্র সরেজমিনে উঠে এসেছে আরও প্রকটভাবে। এদিন আজ বুধবার (৮ অক্টোবর) সকালে সড়কের বেহাল অংশ পরিদর্শনে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় যানজটের কবলে পড়েন স্বয়ং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সিলেটের সুনামগঞ্জ থেকে আসা বাসচালক হানিফ মিয়া বলেন, “রাত ১টায় সরাইল পৌঁছে সকাল ৬টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। মাত্র ৫ কিলোমিটার যেতে লেগেছে ৬ ঘণ্টা।”

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। পথিমধ্যে আশুগঞ্জের বাহাদুরপুর-মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটের আটকা পড়েছেন।’

আরও পড়ুন